
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই চা বাগানে মস্তকবিহীন অজ্ঞাত এক মধ্য বয়স্ক বিধবা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে ধর্ষনের পর মহিলাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করেছে।
পুলিশ শনিবার বিকাল সাড়ে ৫টায় চা বাগানের ১নং সেকশন এলাকা হতে লাশ উদ্ধার করে। বিধবা মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগানের চা শ্রমিকরা সাদা শাড়ি গায়ে মোড়ানো একটি মস্তক বিহীন লাশ দেখতে পেয়ে চা বাগান কর্তৃপক্ষকে জানালে বাগান কর্তৃপক্ষ কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে বিকাল সাড়ে ৫টায় ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ বিধবা মহিলার মস্তক বিহীন লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল হতে মদের বোতল, যৌন উত্তেজক ঔষধ ও কনডম উদ্ধার করে।
পুলিশ ধারনা করছে, বিধবা মহিলাকে ধর্ষনের পর গলা কেটে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে ধর্ষনকারী। বিধবার মাথা পুলিশ খুজে পায়নি।
কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, মস্তকবিহীন লাশটি মৌলভীবাজার মর্গে সুরতাল রিপোটের জন্য প্রেরন করা হয়েছে এবং বিধবা মহিলার মাথা উদ্ধারের চেষ্টা চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply