
দিনে-দুপুরে বেপরোয়াভাবে নারী নির্যাতনের ঘটনা যেন বেড়েই চলেছে। এইসব সন্ত্রাসীরা হয়ে পড়ছে বেপরোয়া, তাৎক্ষণিক বিচার না হবার কারনে।
এরই প্রতিফলন হিসেবে নগরের চকবাজার জঙ্গিশাহ মাজার গেট এলাকার এক বাসায় ঢুকে ৭ জুলাই রাতে এক কলেজ ছাত্রীর উপর হামলে পড়ে পাঁচ যুবক।
চট্টগ্রাম কলেজের এই ছাত্রীকে তার বাসায় ঢুকে ধর্ষণের অভিযোগ পেয়ে মহিউদ্দিন, সাকিব, আশিক, রাজবীর ও আকাশ নামে পাঁচ বখাটেকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।
ওসি জানান, ৭ জুলাই রাতে ওই ছাত্রীর বাসায় তার প্রাইভেট শিক্ষক আসলে স্থানীয় ৫-৬ জন বখাটে বাসায় ঢুকে প্রথমে চাঁদা দাবি করে। ওই ছাত্রীর শিক্ষক ও তার আরেক বন্ধুকে মারধর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের জিম্মি করে ওই ছাত্রীকে ধর্ষণ করে কাউকে না বলার জন্য হুমকি দেয়।
এরপর ওই ছাত্রীর অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। শুক্রবার (১৩ জুলাই) ভোররাতে জঙ্গিশাহ মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
গ্রেফতার পাঁচ যুবক হলেন মো. মহিউদ্দিন (২২), সাইফুল ইসলাম সাকিব (২২), আশিক ইমরান (২৪), রাজবীর হোসেন নয়ন (২২) ও মোশাররফ হোসেন আকাশ (২২)।
এর আগে কয়েকবার এসব বখাটেরা এলাকায় এ রকম অপকর্ম করলেও তাদের ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি বলে জানান ওসি।
এদের কেবল মাত্র গ্রেফতার করে এই অপকর্ম রোধ করা যাবে না। ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির। যেন এদের পরিণতি দেখে আর কোনো বখাটে এমন কিছু করবার সাহস না পায়।
তবেই কেবল নারী নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply