
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুজনেই রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে।
ঈদ উদযাপন করেছেন সেখানেই। কারাগারে তারা ঈদের নামাজ আদায় করেছেন। পরে ঈদ উপলক্ষে বিশেষ খাবারও খেয়েছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান সাংবাদিকদের বলেন, সকালে পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, আলুর দম, মাছ ও ডিম আর রাতে পোলাও, মাংস, সালাদ, পান-সুপারি, মিষ্টি ও কোমল পানীয় দেওয়া হয়েছে।
কারাগার সূত্র জানায়, এই কারাগারের দুই হাজারের বেশি বন্দি জামাতে ঈদের নামাজ পড়েছেন। কারাগার-১ ও ২ এ একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এরপর তিন বেলায় তাদের নয়-দশ প্রকার খাবার দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার মো. শাহজাহান বলেন, এখানে প্রায় সাড়ে সাত শ নারী বন্দি রয়েছেন। বন্দিদের ৬৬ জন শিশুও রয়েছে তাদের সঙ্গে। শিশুদের নতুন জামা দেওয়া হয়েছে। এ কারাগারে ১৮ জন ফাঁসি আসামি ও ৩০ জন যাবজ্জীনপ্রাপ্ত আসামি রয়েছে।
ঈদ উপলক্ষ্যে কারাগারে বিশেষ আয়োজনের মধ্যেই ঈদ কাটলো সকল কারাবন্দীর।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply