
পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঘনকুয়াশা আর ঠাণ্ডায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।
পঞ্চগড়
উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড়ে ভোর থেকেই বৃষ্টির ফোটার মতো পড়ছে কুয়াশা। তাই ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সকালেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে, তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড়ের অভাবে কাজে যেতে পারছেন না তারা।
ঠাকুরগাঁও
এদিকে, পৌষের শুরুতেই শীতের তীব্রতা বেড়েছে ঠাকুরগাঁয়েও। গত দু’দিনে এই জেলায় দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথ ঘাট ও ক্ষেত খামার। এই অবস্থায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply