
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। বিক্ষোভে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। নাইটেঙ্গেল মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় মৎস্য ভবনের সামনে গিয়ে। মিছিলে দলের অঙ্গ সহযোগী নেতাকর্মীরাসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও অংশ নেন। বিক্ষোভপূর্ব সমাবেশে এরশাদ বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর ঘোষণায় মার্কিন স্বীকৃতি মেনে নেবেনা কেউ।
এসময় এরশাদ বলেন, কেউ ইসলামকে ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম। পবিত্র জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠারও আহ্বান জানান তিনি।
ট্রাম্পের এমন ঘোষণা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনও মেনে নেবো না। জেরুজালেম একটি পুণ্যস্থান। এখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল আকসা অবস্থিত। এখান থেকেই আল্লাহর সান্নিধ্য অর্জন করতে আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) পবিত্র মিরাজে গমন করেন। এটাকে ইসরায়েলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার সামিল।’
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply