
বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলন দেশজুড়ে। দাবির মুখে সোমবার কোটা সংস্কারের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয় সরকার। এতে প্রথমে আন্দোলন স্থগিত করলেও পরে সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
কোটা পদ্ধতি বাতিল নয়, তবে বর্তমান কোটা পদ্ধতির সংস্কার করা উচিত বলে মনে করেন সরকারের নীতিনির্ধারকরা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মতে, প্রয়োজনের চেয়ে বেশি কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, প্রয়োজনে কোটার যৌক্তিক পরিবর্তন সম্ভব।
চলমান আন্দোলনের পক্ষে-বিপক্ষে নানা যুক্তি থাকলেও কোটা পদ্ধতির সংস্কার উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, কোটা ব্যবস্থার যৌক্তিকতা থাকলেও প্রয়োজনে এর সংস্কার করা যায়।
তবে সরকারের আশ্বাসের পরও কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেন তিনি। তার মতে, অতীতের সরকারবিরোধী আন্দোলনগুলোর সাথে এবারের কোটাবিরোধী আন্দোলনের মিল রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply