
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর সদর উপজেলার তালতলী মাদরাসা পাড়ায় ছুরিকাঘাতের এক ঘটনা ঘটে।
জানা যায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে শাহিন (২৭) নামে এই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। নওগাঁয় সদর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকালে তালতলী মাদরাসাপাড়ায় ক্যারাম বোর্ডে গুটি সাজানোকে কেন্দ্র করে শাহিনের সঙ্গে আমিনুল ইসলামের কথাকাটাকাটি হয়। পরে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আবারও ফুটবল খেলা দেখতে আসেন শাহিন। খেলা দেখার এক পর্যায়ে শাহিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান আমিনুল ইসলাম। স্থানীয়রা শাহিনকে গুরত্বর আহতাবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান শাহিন।
নিহত শাহিন উপজেলার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে হত্যাকারি আমিনুল ইসলাম শ্যামল (৩৫) পলাতক রয়েছেন। তিনি শেখপুরা গ্রামের মৃত আব্দুলের ছেলে।
মানুষের মধ্যে সহিংস প্রবনতা যেন দিন দিন বেড়েই চলেছে। ছোট খাট ঘটনা গুলোকে কেন্দ্র করে জড়িয়ে পড়ছে বিবাদে। শেষ পর্যন্ত পরিনতি মৃত্যু পর্যন্ত গড়াচ্ছে।
এর জন্যে সামাজিক ও পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধ শেখানোটা খুবই জরুরি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply