
ভোলায় বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, আদালতের বিচারেই বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই, এটা আদালতের ব্যাপার । বিএনপি পিছনের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এর ফলে দলটি এখন শান্তি পূর্ন কর্মসূচী পালন করে যাচ্ছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী ) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভোলা বাংলা বাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের অধীনেই । নির্বাচন কালীন সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তু নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। যারা তত্ববাধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যেতে পারেন।
ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ আবুল কাশেম এর সভাপত্বিতে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাতীয় অধ্যাপক গবেষক মনতাসির মামুন। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের সভাপতি ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুল ইসলাম সফিসহ বিভিন্ন রাজনৈতকি নেতৃীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে । এদেশে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আর আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই ভোলা হবে সিঙ্গাপুর। ভোলা জেলায় গ্যাস রয়েছে,বিদ্যুৎ রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এজেলায় শিল্প-নগরী গড়ে তোলা হবে। ভোলার সাথে বরশিালে যোগাযোগ ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজ নির্মাণ করে দিবে ঘোষনা দিয়েছেন।
ইতিমধ্যে এর ফিসিভিলিটির কাজ চলছে। বেশি দূরে নয়, ভোলা থেকে ঢাকা (রাজধানী) যেতে সময় লাগবে মাত্র ৩-৪ ঘন্টা। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ভোলাবাসীর সঙ্গে যোগাযোগ সহজ হবে ঢাকার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ ও এস
Leave a Reply