মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে, রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংবিধানসম্মত আলোচনার মাধ্যমেই সরকারের কাছ থেকে ৭ দফা দাবি আদায় করে আনবে জাতীয় ঐক্যফ্রন্ট।
মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, নির্বাচন থেকে দূরে রাখতেই সরকারের ইচ্ছায় সাজা বাড়ানো হয়েছে বেগম খালেদা জিয়ার । ১ নভেম্বরের সংলাপে তার (খালেদা জিয়ার) মুক্তি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান দাবি বলেও জানান তিনি।
সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপে ফলপ্রসূ আলোচনার। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে দেশের চলমান উন্নয়ন কাজ অব্যহত রাখা হবে বলেও জানান ঐক্য ফ্রন্টের এ নেতা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply