
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসির বাস ডিপোতে আগুনে প্রায় দশটি বাস পুড়ে গেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডিপোতে শতাধিক বাস থাকলেও বেশ কিছু বাস সুরক্ষিত আছে। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই চালকরা অনেক বাস রাস্তায় নিয়ে আসেন। আগুন লাগার কারণ বের করতে তদন্ত পর্যন্ত অপেক্ষার করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে আগুনের কারণ ক্ষতিয়ে দেখা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply