
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের সবুজবাগ অংশের ওপর থেকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে আব্দুল্লাহ আল নোমান (১৭) ও তার বন্ধু তাজউদ্দিন হোসেন তুহিন (২০)। এর মধ্যে নোমান নবম শ্রেণি এবং তুহিন একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
সুবজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন জানান, বেলা ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুতগতিতে মোটর সাইকেল চালিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply