
আফজাল মাহমুদ খোকসা, কুষ্টিয়া: খোকসায় ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা ছেলেধরা, পদ্মা সেতু তৈরীতে মাথা লাগবে এহেন গুজবে কান না দিয়ে নিজ সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মক্তবে পাঠান। গতকাল সোমবার বেলা ১১টায় কুষ্টিয়ার
খোকসা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ একথা বলেন। উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের উপজেলার সকল শিক্ষক কেয়ারটেকারদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আধুনিক শিক্ষার সাথে
ইসলামিক শিক্ষার সমন্বয় করে শিশুদেরকে আদর্শবান শিশু হিসাবে গড়ে তোলার লক্ষে প্রতিটা কেন্দ্রে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার শূণ্যে আনা, নিয়মিত পাঠদান প্রদান, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে নিরক্ষর মুক্ত সমাজ গড়তে সকলকে এযোগে কাজকরার নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু দাউদ খান, অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায়, ইসলামিক ফাউন্ডেশনের মডেলকেয়ারটেকার মোঃ সালাহ উদ্দিন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply