
আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ৮৭ টি বিদ্যালয় এর মধ্য থেকে বাছাই কৃত বালিকা ২০ টি দল ও বালক ২০ টি দল নিয়ে ফুটবল খেলা শুরু হলো। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা গোলাম মোহাম্মদ বেগ উক্ত খেলার সভাপতিত্ব পালন করেন।
এ সময় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক -শিক্ষিকা সহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীগণ ক্রীড়ামোদী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে উক্ত খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, নিয়মিত ক্লাস ও ক্রিড়া চর্চা শিক্ষার্থীদের শরীর ও মনন মগজ ভালো রাখে। সুস্থ দেহ সুস্থ সমাজ গড়তে ক্রিড়া সহায়ক করে। আর শিক্ষার্থীদের শারীরিক গঠন ঠিক থাকলেই শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং সকল শিক্ষক শিক্ষার্থী ও ক্রীড়া শিক্ষার্থীদের বিশেষভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply