
গাইবান্ধায় রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার এ উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে বাসদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর পার্ক থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বাসদ আহবায়ক ও কেন্দ্রীয় পাঠচক্র কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের জেলা ফোরাম সদস্য সুকুমার চন্দ্র মোদক, ইসরাত জাহান, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply