
রবিবার (৩ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুরে এবার নৌকার প্রার্থী বিজয়ী হবে মনে করেন। তিনি বলেছেন, গতবারের মতো এবার আর গাজীপুরবাসী ভুল করবে না। ভুলের পুনরাবৃত্তি তারা চায় না। গাজীপুরে এবার নৌকা বিজয়ী হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হচ্ছে গাজীপুরবাসী তার সুফল ভোগ করছে। বিদ্যুৎ ও ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে তারা। উন্নয়ন ও অর্জনের ধারা অব্যাহত রাখতে গাজীপুরবাসী আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবে। আমরা আশাবাদী আমাদের প্রার্থীর বিজয় হবে।
এ বিজয়ের ধারা সেমি-ফাইনাল পর্যায়ে অব্যাহত থাকবে। এরপর আরও তিনটি সিটি করপোরেশনের নির্বাচন আসছে— বরিশাল, সিলেট ও রাজশাহী। আমরা আশা করি, নারায়ণগঞ্জে আমরা যে ধারাটির সূচনা করেছি। এরপর কুমিল্লা, রংপুরে আমরা হেরেছি। খুলনায় আমরা বিজয়ী হয়েছি। আশা করি, এ বিজয়ের ধারায় বাকি তিন সিটিতে জয়লাভ করবো।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো। বাংলাদেশ এবার মুক্তিযুদ্ধের শক্তিকে বিজয়ী করবে। লিবারেশন ওয়ারের স্পিরিটকে (মুক্তিযুদ্ধের চেতনা) এবার ধারণ করবে। এই বাংলাদেশ এবার সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘রিজভী আহমেদের (বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব) কথার জবাব আমি দেবো না। আমি জবাব দেবো তার উপরে কেউ বললে? তার জন্য হাছান (আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ) আছে। আমাকে যা বলে বলুক, জবাব দেবে হাছান। আমাকে সব সময় সে বলে, সে বলতে থাকুক। আমি কিছু বলবো না। আমি তাকে কিছুই বলবো না।’
সামনেই জাতীয় নির্বাচন। এটি নিয়ে রাজনৈতিক মাঠ সরগরম। তবে জনগন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে, এমনটাই আশা সকলের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply