
জেলার টেকনাফে চিহ্নিত ইয়াবা বিক্রেতাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। অবৈধ টাকায় গড়ে উঠা এসব স্থাপনা এখন বিধ্বস্ত।
জানা যায়, টেকনাফের চিহ্নিত বেশির ভাগ ইয়াবা বিক্রেতার বাড়ি নাজিরপাড়া, জালিয়ারপাড়া, মৌলভীপাড়া, ছোট হাবিরপাড়া, বড় হাবিরপাড়া, শিলবুনিয়া, ডেলপাড়া, হ্নীলা ইউনিয়নের লেদা, হোয়াইক্যং ও শিকদারপাড়ায়। এসব এলাকার তালিকাভুক্ত ‘ইয়াবা ব্যবসায়ীদের’ ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। শুধুই বাড়িঘর নয় তাদের প্রতিষ্ঠান ও মালিকাধীন নৌকাও পুড়িয়ে দেওয়া হচ্ছে।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতায় ইয়াবা বিক্রেতাদের বাড়ি-ঘর ভেঙে দিচ্ছে। কিন্তু ইয়াবা বিক্রেতাদের পরিবারের দাবি, প্রশাসনই বুলডোজার দিয়ে ঘর-বাড়ি ভেঙে দিচ্ছে।
এদিকে, গত শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন লিখেছেন, ‘আর শান্তিতে ঘুমাতে পারবেন না ইয়াবা ব্যবসায়ীরা।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, স্থানীয় বিক্ষুব্ধ জনতা ইয়াবা বিক্রেতাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। পুলিশ শুধুই ইয়াবা বিক্রেতাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষে প্রায় শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণের কথা রয়েছে। যার মধ্যে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির তিন ভাইসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply