
রাজধানীর মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনায় নিজের কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
নানকের ভাষ্যে, ‘জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খান সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২ জনের মৃত্যু— এ সংক্রান্ত নিউজ ভিত্তিহীন। ঘটনাটি মূলত সাদেক খানের সমর্থকদের মিছিলে বিশৃঙ্খলা থেকে সৃষ্ট।’
তিনি দাবি করেন, ‘সাদেক খানের মিছিলে আনা পিকআপের নিচে চাপা পড়ে তার দুই সমর্থক নিহত হয়েছেন। কিন্তু, সেটিকে সকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে নানক ও সাদেক খানের দু’গ্রুপের সংঘর্ষ হিসেবে দেখানো/প্রচার হচ্ছে, যা আমার জন্য বিব্রতকর।’
পুলিশের ভাষ্যের বরাত দিয়ে নানক বলেন, ‘স্থানীয় পুলিশ জানিয়েছে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ তারপরও অনিশ্চিত তথ্যের ওপর নির্ভর করে গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
Leave a Reply