
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাবা আফসার আলীকে (৭০) গলা টিপে শ্বাসরোধে হত্যার ঘটনায় ছেলে মোরশেদ (৩৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে তাকে আটক করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার এতথ্য নিশ্চিত করে জানান, আটক মোর্শেদ তার বাবাকে হত্যার দায় স্বীকার করে হত্যার পরিকল্পনার কথা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে।
তার স্বীকারোক্তিতে বলেছেন, প্রায় দুই বছর ধরে বাবার ভিটেমাটিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মোর্শেদ।
কিন্তু মাঝে মধ্যে এই জমি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আর কোন জমি তাকে ও তার ছেলে মেয়েকে দিবেন না বলে বেড়াতেন তারা বাবা আফসার আলী।
এমনকি প্রতিবেশীকে ওই জমি লিখে দেওয়ার কথা মাঝে মধ্যে বলতেন মোর্শেদ।
এনিয়ে র্দীঘ দিন ধরে বাবার সাথে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো এবং অশান্তিতে ভুগতেন মোর্শেদ। এঅবস্থায় বাবাকে ঘুমের বড়ি খাইয়ে হত্যার পরিকল্পনা করেন।
গত বৃহস্পতিবার মাধনগর বাজার থেকে কয়েকটি ঘুমের ট্যাবলেট নিয়ে গিয়ে পরিকল্পনা অনুযায়ী বড়িগুলো গুড়ো করে বাবার ঘরে রাখা ভাতের সাথে মিশিয়ে রাখেন।
রাতে ওই খাবার খেলেও কোন প্রভাব পড়েনি। শুক্রবার সকালের দিকে জমি লিখে দেওয়া নিয়ে বাবার সাথে ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে তার বাবার গলা টিপে ধরেন।
এতে শ্বাসরোধ হয়ে বাবা আফসার আলীর মারা যান। ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।
এই ঘটনায় মেয়ে আর্নিকা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। মামলাটি তদন্ত করা হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply