
শনিবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এক বৃদ্ধ।
রাজধানীর সেগুনবাগিচায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে আব্দুল মতিন (৬০) নামের ওই বৃদ্ধ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী পথচারী মোয়াজ্জেম হোসেন জানান, সেগুনবাগিচার বারডেম হাসপাতাল-২ এর সামনে দিয়ে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাস থেকে নামতে গিয়ে আব্দুল মতিন গুরুতর আহত হন।
মতিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের কাছে একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইলের মাধ্যমে তাঁর নাম জানা যায়। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
রাজধানীর লোকাল বাসগুলোতে চলতে গেলে জীবনের ঝুঁকি হাতে নিয়ে চলতে হয়। যত্র তত্র গাড়ি থামিয়ে লোক উঠানো, নামানোর সময় চলন্ত বাস থেকেই রাস্তার মাঝে নামিয়ে দেয়া, সড়ক দুর্ঘটনার কারন।
এই অবস্থা থেকে পরিত্রান পেতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া গাড়ির ড্রাইভার, হেলপারদের ট্রেইনিং এর ব্যবস্থা করা যেতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply