
চাঁদপুরে মাহফিলের তবারক খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের উভারামপুর পাটোয়ারী বাড়ির বার্ষিক ওরস ও দোয়া মাহফিলের তবারক খেলে এই অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় শুক্র ও শনিবার দু’দিনে কয়েকটি গ্রামের প্রায় ২শ লোক অসুস্থ হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।
এলাকাবাসী জানান, গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার থেকে উভারামপুর পাটোয়ারী বাড়ির বার্ষিক ওরস ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়। পরদিন ১১ জানুয়ারি শুক্রবার সকালে ওরস মাহফিলে তবারক (তেহেরি) খান উপস্থিতরা। খাবার খাওয়ার ৪/৫ ঘণ্টা পর থেকে অনেকের বমি ও পেট খারাপ হতে শুরু করে।
অসুস্থরা হাসপাতাল ও পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসা নিচ্ছেন। জেলার মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (মতলব কলেরা হাসপাতাল) প্রায় ২শ রোগী ভর্তি হয়েছেন।
মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটওয়ারী জানান, প্রতি বছরের মতো এবারও পীর সাহেবের মৃত্যুবার্ষিকীতে ওয়াজ মাহফিলের আয়োজন করেছি। তেহেরি রান্নায় ব্যবহৃত পানি ও উপকরণ পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর শহরে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম জানান, অসুস্থ রোগীরা এখন আশঙ্কামুক্ত।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply