
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী কুলসুম হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলামের মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা জরিনামার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ আদালত।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো, চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রাব্বানী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর এলাকার শহিদুল ইসলাম তার স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করলে তার স্ত্রী এতে অপারগতা প্রকাশ করলে ২০১৩ সালের ৭ জুলাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ওইদিন নিহতের বাবা লতিফ আলী শিবগঞ্জ থানা হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন আসামী শহিদুল ইসলাম। পরে গত ২৮ নভেম্বর ২০১৩ সালে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানায় এসআই মাসুদ রানা।
১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য প্রমানাদি শেষে আজ দুপুরে জেলা ও দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাডভোকট জবদুল হক এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুর রহমান।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply