
সরকারি চাকরি পাচ্ছেন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করা শৈশবে পোলিও আক্রান্ত হয়ে পায়ের চলৎশক্তি হারানো চাঁদের কণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে অনশনে বসে সফল হন ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণি পাওয়া এই শিক্ষার্থী।
গত বুধবার থেকে শুরু করা অবস্থান ও অনশনের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সমাজসেবা অধিদফতরে তাকে নিয়োগ দিতে ব্যক্তিগত কর্মকর্তাদের বলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এসেছে বিষয়টি। তিনি প্রতিবন্ধী মেয়েটির চাকরির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। তার চাকরি হবে। তবে একটু সময় লাগবে।
সিরাজগঞ্জের মেয়ে চাঁদের কণা ঢাকা ইডেন কলেজ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স পাস করেন ২০১৩ সালে। ৯ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুটি পায়ের কর্মক্ষমতা নষ্ট হলেও ভেঙে পড়েনি তার মনোবল। হাতে ভর দিয়েই যান স্কুলে। এর মধ্যে এসএসসি, এইচএসসি পাস করেন চাঁদের কণা। তার সংগ্রামের কথা জেনে প্রশংসা করে মানুষ। আগে যারা বাঁকা চোখে তাকাত তারাও বাধ্য হয় মুগ্ধ হতে।
পড়ালেখার জন্য সিরাজগঞ্জের মেয়ে উচ্চশিক্ষার জন্য যান রাজশাহী। ভর্তি হন মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজে। সেখানে পঞ্চম তলায় উঠেছেন হাতে ভর করে। পরে ঢাকা ইডেন কলেজ থেকে ২০১৩ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স শেষ করেন। আর পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করেছেন নাচ, গান, কবিতা লেখা ও আবৃত্তিতেও। চাঁদের কণার আশা ছিল, তিনি সরকারি চাকরি করবেন। কিন্তু বয়সসীমা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আরাধ্য চাকরি আর হচ্ছে না। আর এ কারণেই তিনি অনন্যোপায় হয়ে বসেন অনশনে।
চাঁদের কণা বলেছিলেন, প্রধানমন্ত্রী অনেক দয়ালু। আমি জানি না, কোথায় আমার অযোগ্যতা। বঙ্গবন্ধু-কন্যাকে আমার কথা বলতে চাই।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply