
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুবপুর এলাকা থেকে গোলাম পাঞ্জাতন পাঞ্জা (৩৫) নামের এক যুবক কে মাদক দিয়ে ফাঁসিয়ে আটক করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ৮ টার দিকে ইউসুবপুর কান্দিপাড়া এলাকা থেকে আটক করার পরে মাদক দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ইউসুবপুর বিওপির বিজিবি সদস্যরা।
প্রত্যাক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮ টার দিকে ইউসুবপুর কান্দাপাড়া এলাকার সাইফুলের দোকানে বসে চা খাচ্ছিলেন ইউসুবপুর এলাকার আফাজ মোন্ডলের ছেলে গোলাম পাঞ্জাতন (৩৫)।
এসময় ইউসুবপুর বিওপির ৪ জন বিজিবি সদস্য ৬ বোতল ফেন্সিড্রিল পাঞ্জাতনের পকেটে ডুকিয়ে দেয়ার চেস্টা করে। এসময় সে প্রতিবাদ করলে ফেন্সিড্রিলের একটি ব্যগ তার আরটিআর মটোরসাইকেলে বেধে দিয়ে তাকে আটক করে বিওপিতে নিয়ে যায়।
তার ২০ মিনিট পরে একটি মটোরসাইকেলে দুই যুবক এসে বিওপির এক সদস্যের হাতে কিছু ইয়াবা দিয়ে দ্রুত সটকে পড়ে। পুরো ঘটনাটি এলাকার একাধিক মানুষ দেখেছেন।
পরে, বিওপিতে নিয়ে গিয়ে পাঞ্জাতনের সামনে মাদক গুলি রেখে ছবি তোলা হয়। পরে, ৬ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ তাকে চারঘাট থানা পুলিশের কাছে হন্তানতর করেন বিজিবি সদস্যরা।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিজিবি সদস্যদের এমন ঘটনায় আতংক বিরাজ করছে। এ ঘটনায় চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, ইউসুবপুর বিওপি সদস্যরা যে ভাবে এজাহার দেবে সেই ভাবে মামলা হবে। মাদক দিয়ে আটক করা হয়েছে কি না আমার জানা নেই বলে জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply