
রাজধানীর ওয়ার হাউজ থেকে বিয়ার, মদ কিনে সেগুলো দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহকারী একটি চক্রের চার সদস্যতে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিয়ার, বিদেশি মদ ও দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল গাজী, মো. হাসান, জুম্মন আলী ও পলি গাঙ্গুলী।
র্যাব-১ এর এএসপি (সিপিসি-১) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
কামরুজ্জামান জানান, বেশি লাভের আশায় চক্রটি প্রাইভেটকারে করে দেশের বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দিত। আজও একটি গ্রুপ ৩৬০ ক্যান বিয়ার গুলশানের ওয়ার হাউজ থেকে সংগ্রহ করে। সেগুলো নোয়াখালী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মহাখালী আমতলী রেলক্রসিংয়ে র্যাবের একটি দল তাদের গ্রেপ্তার করে।
তাদের তথ্যের ভিত্তিতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে আরেক গ্রুপকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৮৪ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়। এই চালানটি যাচ্ছিল কুমিল্লায়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া হাসান চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে হাফেজি পাস করে গোরাইন জামেয়া আহমদিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। ছয় মাস আগে তার বন্ধু হাসানের মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। হাসান তার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করত।
গ্রেপ্তার প্রাইভেট কারচালক জুম্মন আলী এক যুগ ধরে গাড়ি চালান। তিনিও হাসানের মাধ্যমে মাদক বিক্রির পেশায় ঢোকেন। বেশি টাকার আশায় তারা এই পেশায় আসেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply