
রোববার চীনের পূর্বাঞ্চলে সাংহাই-এর নিংবো বন্দর এলাকায় একটি কারখানায় বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
বিস্ফোরণের নির্দিষ্ট কারণ জানা না গেলেও, গ্যাস পাইপ লাইনে ত্রুটির কারণে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশপাশের কয়েকটি আবাসিক ভবন ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পর আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply