
১ এপ্রিল সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে জর্জিয়ার জনপ্রিয় ভেন্যু বার্কমার হাইস্কুলে অনুষ্ঠিত হলো অগ্রিম বাংলা নববর্ষ ১৪২৫ বর্ষবরণ। এই আয়োজনে ছিল জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
সংগঠনের সহসভাপতি ভাস্কর চন্দের নেতৃত্বে ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাক-ঢোল মাদলের তালে তালে বাংলা নতুন বছর ১৪২৫ সালকে আহ্বান করতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার পরপরই মিলনায়তনে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় বাংলা ১৪২৫ সালকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহন জাব্বার ও সাধারণ সম্পাদক উত্তম দে। পরে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের মধ্যে রাজবয় এলএলসির কর্ণধার রাজশাহীর ছেলে মোহাম্মদ রহমান আজাদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্য পৃষ্ঠপোষক ছিল আটলান্টার সফল ব্যবসা প্রতিষ্ঠান এম অ্যান্ড জে ফাউন্ডেশন।
বর্ষ শুরুর আগেই এই বর্ষবরণের কারণ সম্পর্কে সংগঠনের সভাপতি মোহন জাব্বার প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের মতো নির্দিষ্ট সময়ে কোনো কিছু করা অনেক সময় সম্ভব হয় না। নির্দিষ্ট সময়ে অনেক সময় হল ভাড়া পাওয়া যায় না। দেখা যায় আগেভাগে কেউ হল বুক করে বসে আছে। আমরা এই সময়ে হল ভাড়া পেয়েছি, তাই আগেভাগে এই আয়োজন।’
অনুষ্ঠানে প্রার্থী পরিচিতি ও বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আমেরিকার আসন্ন প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির তিন পদপ্রার্থী। এঁরা হলেন জর্জিয়া ডিস্ট্রিক্ট-৫-এর সিনেটর পদপ্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মোজাহিদুর রহমান চন্দন, জর্জিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৭ কংগ্রেসম্যান পদপ্রার্থী স্টিভ রিল ও গুনেইট কাউন্টি বোর্ড অব কমিশনার ডিস্ট্রিক্ট-২ -এর বেন কু। এ সময় অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান লেবার’র (অ্যাসাল) সভাপতি ও গুনেইট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, নিউইয়র্ক থেকে আগত প্রবাসী শিল্পী শম্পা জামানসহ স্থানীয় শিল্পীরা। শুরুতে সংগীত পরিবেশন করেন শম্পা জামান। জনপ্রিয় গানের সুরে তিনি মাতিয়ে রাখেন দর্শকদের। সব শেষে মঞ্চে আসেন হাসন রাজা পদকপ্রাপ্ত জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী। অনুষ্ঠানে এ ছাড়া জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের নিজস্ব শিল্পী আবুল হাসেম সংগীত পরিবেশন করেন। ছিল শিশু শিল্পী সেরা চক্রবর্তীর নৃত্য পরিবেশনা। ‘বানভাসি’ নামে একটি একক নাটিকা পরিবেশন করেন শিল্পী ও আবৃত্তিকার রাশেদ চৌধুরী। ছিল ‘ভিক্ষুক’ নামে আরেকটি নাটকের পরিবেশনা। এতে অভিনয় করেন, সৈয়দ কামরান আলম, মিনহাজুল ইসলাম বাদল ও শামিমা জাব্বার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply