
জাহেদ হাছান, রাংগুনীয়া প্রতিনিধি : আজ (১এপ্রিল) সকালে রাংগুনীয়া উপজেলা পৌরসভার ১নং ওয়াড়ে রাংগুনীয়া কে এফ ডি জাতীয় মজুরী কমিশন বাস্তবায়নের দাবীতে লাল পতাকা সহ লাঠি মিছিল করেছে । বকেয় বেতন পরিষোধ সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।
বাংলাদেশের ২৬টি মিলের শ্রমিকরা একযোগে পালন করবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। কে এফ ডি শ্রমিকলীগের সভাপতি ইসকান্দর মিয়ার সভাপতিত্বে, সারধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সর্দার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে,,এই ৯ দফা দাবি আদায়ের লক্ষে গত ২ মার্চ থেকে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন কে এফ ডি শ্রমিকরা। শ্রমিকলীগের সভাপতি জনাব এসকান্দার বলেন আমাদের জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন করার কথা থাকলেও দীর্ঘ এক বছরের
বেশি সময় পার হয়েছে, কিন্তুু এখনো পর্যন্ত আমাদের দাবি পূরণ করা হয়নি। তিনি আরো বলেন,,আমরা আজকেটা সহ ২য় বার লাল পতাকা ও লাঠি মিছিল করেছি,কিন্তুু দু:খের বিষয় আমাদের এই দাবি তারা এখনো পূরণ করেনি।
এর কারণে আমরা আগামী ২,৩ ৪ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট করবো,,এবং সাথে সকাল ৮:০০টা হতে ১২:০০টা পর্যন্ত রাজপথ,,রেলপথ অবরোধ করবে বলে জানায়। পরে লাল পতাকা ও লাঠি মিছিলটি কে এফ ডি থেকে গোচরা বাজার ঘুরে আবার কে এফ ডি তে এসে শ্রমিকলীগের সকলে মিলে ও নেতৃবৃন্দে সাথে আলোচলা সভা করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply