
জাপানের সন্ত্রাসী সংগঠন আউম শিনরিকিয়ো’র শীর্ষনেতা শোকো আসাহারা’র মৃত্যুদন্ড কার্যকর করেছে দেশটির সরকার। ১৯৮০ সালে শোকো আসাহারা নিজেকে ‘আধ্যাত্মিক নেতা’ দাবি করে আউম শিনরিকিয়ো নামের ঐ সংগঠন করে তোলেন। জাপানি ভাষার আউম শিনরিকিয়ো’র অর্থ দাঁড়ায় ‘সর্বোচ্চ সত্য’। শুরুর পর জাপানের হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় অংশের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় সংগঠনটি। ১৯৯৫ সালে টোকিও’র পাতালপথে গ্যাস হামলার ঘটনায় এর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আসাহারাকে। তার সঙ্গে সংগঠনটির আরও ছয় সদস্যকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছে আরও ছয় সদস্য।
‘সারিন অ্যাটাক’ নামে পরিচিত টোকিওতে ওই হামলা জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত। সে হামলায় ১৩ জন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় হাজার খানেক ব্যক্তি। আজ শুক্রবার সকালে টোকিও জেলে শোকো আসাহারাসহ বাকি ছয় সদস্যের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিহিদে সুগা।
সারিন অ্যাটাক ছাড়াও ১৯৯৪ সালে আরও একটি গ্যাস অ্যাটাকের জন্য চার্জ গঠন করা হয়েছিল আসাহারা’র বিরুদ্ধে। সেই ঘটনায় আটজন নিহত হয় আরও অন্তত ৬০০ জন ব্যক্তি আহত হয়েছিল।
তবে এই সগঠনটির বিপুল সংখ্যক অনুসারী রয়েছে বিশ্বজুড়ে। ধারণা করা হয়, বিশ্বব্যাপী এখনও লক্ষাধিক ভক্ত ও অনুসারি আছে আসাহারা’র।
ধর্মের নামে নাশকতা এবং প্রভাব বিস্তার করে সন্ত্রসী কর্মকাণ্ড খুব নতুন কিছু নয়। ধর্মকে আশ্রয় করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিয়ে এভাবেই ঘৃণ্য নানা রকম কাজ করে যাচ্ছে এমন কিছু সংগঠন। যার বিস্তার বাংলাদেশেও আরো আগে থেকেই শুরু হয়েছে।
এগুলো রোধ করতে হলে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কুসংস্কার থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেই সঙ্গে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এইসব কথিত নেতাদের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply