
দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান বিষয়ক লেখক, গবেষক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেছে এক যুবক। আজ বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। তার মাথায় আঘাতের কারনে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী যুবক কে ঘটনাস্থল থেকেই আটক করেছে ক্ষুব্ধ ছাত্র-শিক্ষক এবং পুলিশ।
শাবিপ্রবি’র কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন জানিয়েছেন, ছুরিকাঘাত করার পর পর ই মুহম্মদ জাফর ইকবাল কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় আঘাত করা হয়েছে তাকে, তাই এখন ই কিছু বলা যাচ্ছে না। তার মাথা থেকে রক্ত ঝরেছে।
শাবিপ্রবির সহকারি প্রক্টর জাহিদ হাসান সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েক জন শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ব বিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ইইই ফেষ্টিভ্যাল ” চলছে। সেই আয়োজনের আজকের বিষয় ছিল রোবটিক প্রতিযোগিতা। জাফর ইকবাল বিকাল পাচঁটার দিকে মঞ্চে বসে রোবটিক প্রতিযোগিতা টি উপভোগ করছিলেন।
এমন সময়ে হটাৎ করে মঞ্চের পেছন থেকে এক যুবক এসে জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে। এ সময় পুলিশ জাফর ইকবালের পাশে থাকলেও তারা এগিয়ে আসেন নি বলে অভিযোগ করেন তারা। পরে জাফর ইকবালের পাশে বসা বেশ কয়েকজন শিক্ষক হামলাকারী যুবক কে বাধা দেয় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসে সেই যুবক কে পিটুনি দিয়ে আটক করে। সাথে সাথে মাইক্রোবাসে করে জাফর ইকবাল কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামলাকারী যুবক কে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের একটি কক্ষে রাখা হয়েছে। সেখানে একজন চিকিৎসকও পাঠানো হয়েছে।
সিলেট জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,হামলার পর ই হামলাকারী যুবক কে আটক করা হয়েছে। কিন্তু তিনি কোন কথা বলতে পারছেন না,মরার মত পড়ে আছেন। কোন প্রশ্নের ই উত্তর দিচ্ছেন না।
হামলার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জ্যোতির্ময় সরকারর বলেন, ‘জাফর ইকবালকে উদ্ধার করতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। পুলিশই ওই হামলাকারী যুবককে ধরে প্রক্টরিয়াল বডির হাতে দেয়।’
এদিকে জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নামের একটি সংগঠন এই হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তারা ‘শিক্ষকের ওপর হামলা কেন? প্রশাসন জবাই চাই’ বলে স্লোগান দেয়। হাসপাতালেও ভিড় করছেন শিক্ষার্থীরা।
Leave a Reply