
নিয়ামতুল্লাহ্ ইমন জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে পুরো এলাকা। আজ মঙ্গলবার পাঁচবিবি বাজারের দৈনিক হাটে অসংখ্য ব্যবসায়ী তাদের গরু বিক্রির জন্য এনেছিল, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি তাদের গরু বিক্রির পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছে।
তারা যে সকল ভুটভুটির গাড়ি করে গরু এনেছিল, প্রচন্ড ঝড়ো বাতাসের ফলে গাড়ি গুলো একটি আরেকটির উপর হুমড়ি খেয়ে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে। রাস্তার মধ্যে থাকা গাছগুলো ঝড়ের প্রভাবে বৈদ্যুতিক তারে ঝুলে থাকতে দেখা গেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানায় যে এত বড় বড় শিলা তারা এর আগে দেখেননি, এবং এতে করে তাদের ফসলের জমি গুলো নষ্ট হয়ে গিয়েছে।
এছাড়া পাঁচবিবির একটি গ্রাম ঘুরে দেখা গেল সেখানের ছাদওয়ালাবাড়ি ছাড়া একটি বাড়িও অক্ষত নেই, প্রায় সবগুলো বাড়ির টিন বাতাসে উড়ে গিয়েছে কিংবা শিলার আঘাতে শতচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গিয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয়, তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply