
জয়পুরহাটের পাঁচবিবিতে মেরিনা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার মহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত মেরিনা উপজেলার মহিপুর গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, ভোরে মেরিনার বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢোকে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। মেরিনার চিৎকারে এলাকাবাসী ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী মেরিনার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ছানোয়ারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply