
আজ সোমবার সকালে ঝটিকা মিছিলে নামেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এই ঝটিকা মিছিল করেছেন বলে জানিয়েছেন তারা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আজ সকালে মিছিল করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ফটক থেকে মিছিলটি শুরু হয়ে চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিল শুরু হওয়ার আগে উপস্থিত নেতা-কর্মীদের সামনে পথসভায় রুহুল কবির রিজভী বক্তব্য দেন। মিছিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে নেতা-কর্মীরা স্লোগান দেন।
খালেদা জিয়ার মুক্তির দাবীতে এবার বিএনপি কিছুটা সোচ্চার হয়ে উঠতে চেষ্টা করছে। তারা আসন্ন নির্বাচনের আগে বড় আন্দোলনের আগাম বার্তাও দিয়ে রেখেছে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে কিছুটা ধোঁয়াটে পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটা আশংকা করছেন অনেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply