
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে শীঘ্রই ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবিতে মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এর মাধ্যমে ডাকসু কার্যকর করার দাবিও জানিয়েছেন তারা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে নতুন কলা, ট্রান্সপোর্ট ও টারজান হয়ে অমর একুশে প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মারা, ভোট ডাকাতি, লিটন-নুরু ও সেমন্তিসহ একাধিক প্রার্থীর ওপর হামলার প্রতিবাদ জানান তারা। এছাড়া অকার্যকরী ডাকসুর ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজন করার দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক শাকিল আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ, সংগঠক কায়েস মাহমুদ সিক্ত, ছাত্র ইউনিয়ন জাবি শাখার কার্যকরী সদস্য মিখা পিরেগু এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মারুফ মোজাম্মেল প্রমুখ
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply