
তিতাস গ্যাসের জরুরি মেরামতকাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাত আটটা থেকে আগামীকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের পশ্চিমাংশের শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।
আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
অপরাধী যদি পার পেয়ে যায় তাহলে আমরা বসে আছি কেন: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে রিমান্ডে থাকা এক ব্যক্তির সহায়সম্পত্তি লিখে নেয়ার যে অভিযোগ এসেছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই নিউজটা আমি শুনেছি এবং দেখেছি। আমি আগেও বলেছি, কোন অপরাধ করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে আমরা বসে আছি কেন?
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিশ্চয়ই এটি দেখব। যদি তিনি জড়িত থাকেন অথবা বিষয়টি প্রমাণিত হয় তাহলে তার বিচার সঠিকভাবেই হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে হত্যাকাণ্ড দেখছি এটা আমাদের বিবেককে তাড়া দেয়। আমাদের দেশে যে সামাজিক শাসন ছিল সেটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। তবে আমরা বসে নেই, আমরা কাজ করছি। এছাড়াও আমাদের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, যারাই অপরাধ করছে তাদেরকে ধরা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে। দেশের মানুষ এ ধরণের হত্যাকাণ্ড দেখতে চায় না। এটা বন্ধে সমাজকে জাগিয়ে তুলতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply