
ঢাকায় চলছে তীব্র দাবদাহ। অতিরিক্ত গরমে অতিষ্ট নগরবাসী।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। এর আগে গত ১৫ জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।
এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৭ দশমিক ২, ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ পুরো দেশ জুড়েই চলছে তীব্র তাপ প্রবাহ।
তবে আবহাওয়াবিদরা বলছেন, দু’একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে তাপদাহ রয়েছে। আশা করা যাচ্ছে দু’একদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, শুক্রবারের (২০ জুলাই) মধ্যে ঢাকায় না হলেও দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
সারাদেশ জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপে অতিষ্ট সকলে। অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ এবং কম বয়সীরা। এ জন্যে এই মৌসুমে আমাদের একটু সচেতন থাকা উচিৎ।
পরিমিত পরিমানে পানি পান করতে হবে। দুপুরে বাইরে বের হতে ছাতা ব্যবহার করা উচিৎ। তবেই বিভিন্ন গরমজনিত অসুখ থেকে মুক্তি মিলতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply