
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ায় রাজধানী ঢাকায় শুক্রবার দিনগত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ শনিবার ভোরেও বৃষ্টি অব্যাহত রয়েছে। সারা দেশে আজ শনিবার কমবেশি বৃষ্টি হতে পারে। কাল বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের নৌ বন্দরগুলোতে ২ নম্বর ও বাকিগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে মাছধরা ট্রলার ও নৌকাসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
নিম্নচাপের কারণে এখনো উত্তর মেরু থেকে আসা শীতল বায়ুপ্রবাহ দেশের ভূখণ্ডে আসতে পারেনি। আগামী দুই তিন দিন এই বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নিম্নচাপটি ভোর ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপটির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / কাউসার।
Leave a Reply