
পশ্চিম জাপানের কোবে শহরে অবস্থিত এক জল সরবরাহ কোম্পানির এক কর্মীর বিরুদ্ধে রয়েছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। অভিযোগের ধরন শুনলে আশ্চর্য হতেই হবে আপনাকে।
নির্দিষ্ট সময়ের মাত্র তিন মিনিট আগে লাঞ্চ করতে বেরিয়ে পড়েছিলেন তিনি। এমন লঘু অপরাধে সরাসরি হল গুরুদণ্ডের নিদান। কর্মীকে উচিত শিক্ষা দিতে তাঁর পারিশ্রমিক কেটে নিল কোম্পানি। সঙ্গে কপালে জুটল রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে গোটা অফিসের সামনে ধমক-ধামক ও অপমানজনক প্রশ্নোত্তর। এমনটাই ঘটেছে জাপানের এই কোম্পানিতে।
একবার নয়, ওই কর্মী এমন ভুল করেছেন বারবার- এমনটাই অভিযোগ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তার।কোম্পানি বক্তব্য, তারা গত এক মাসেরও বেশি সময় ধরে ওই কর্মীর কাজের ধরন ও অফিসে তার ব্যবহার খুব কাছ থেকে লক্ষ্য করেছে। গত এক মাসে ২৬ দিন এই একই ভুল করে গিয়েছে ওই কর্মী। প্রতিদিনই প্রায় লাঞ্চ শুরু হওয়ার মিনিট খানেক আগেই কাজ ছেড়ে খাবার খেতে চলে গিয়েছেন তিনি। মোট ৫৫ ঘণ্টারও বেশি কাজের সময় নষ্ট করার অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে।
সব মিলিয়ে তাঁকে উচিত শিক্ষা দিতে আধ বেলার পারিশ্রমিক কেটে নেওয়াই উচিত মনে করেছে কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আর কেউ যাতে এমন ভুল করার সাহস না দেখায় তা নিশ্চিত করতে রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এমনকি গোটা অফিস ও সাংবাদিকদের সামনে ওই কর্মীকে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।
এমন ঘটনার বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেক। কেউ এই ঘটনাকে অমানবিক বলেছেন তো কেউ আবার কোম্পানির পদক্ষেপ থেকে সমর্থন করে বলেছেন সময় নষ্ট মানেই অর্থ নষ্ট। তাই দোষী উচিত শাস্তি পেয়েছেন বলে মনে করছেন অনেকে।
কেউ আবার সরাসরি বিরোধিতা করে বলেছেন, মানুষকে মানুষ হিসেবে গণ্য করা উচিত যন্ত্র নয়।
প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে নিয়ম-কানুনের এমন বাড়াবাড়ি অবশ্য নতুন কিছু নয়। যেনতেন উপায়ে কাজ আদায় করে নেয়াই থাকে এইসব কোম্পানিগুলোর মূল লক্ষ্য।
তবে বিষয়টি আরো একটু মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা যেত বলে মনে করছেন অনেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply