
তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। আর এই গরমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে কম্বল বিতরণ করে সমালোচনার মুখে পড়লেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গত শুক্রবার কুষ্টিয়ায় হরিপুর উপজেলায় এই ঘটনাটি ঘটে। কম্বল বিতরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই সাথে ইউএনও’র বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
জানা গেছে, কুষ্টিয়ার হরিপুরে অগ্নিকাণ্ডে দিনমজুর জাকিরুলসহ ২ টি পরিবারের সবকিছু আগুনে পুড়ে যায়। এ ঘটনা জানতে পেরে ক্ষতিগ্রস্তদের দেখতে ছুটে যান হরিপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন চৌধুরী। সেখানে গিয়ে ত্রাণ শাখা থেকে টিন ও অর্থসহায়তার ব্যবস্থা থাকলেও তা বাদ দিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
তীব্র গরমে কম্বল বিতরণে সমালোচনার বিষয়ে ইউএনও মো. জুবায়ের হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে বলেন, ‘বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’তবে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসেবে কম্বল দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি।
ইউএনও জুবায়ের আরো বলেন, ‘ইউএনও’র একটা ত্রাণ শাখা আছে, সেখানে কম্বল ছাড়া আর কিছু থাকে না। গতবারের শীতকালের কিছু কম্বল রয়ে গিয়েছিল, আমি সেইখান থেকেই কিছু কম্বল নিয়ে ছুটে গিয়েছি। এ ছাড়া টিন এবং টাকার যে ব্যাপারটা রয়েছে সে বিষয়ে ডিসি সাহেবকে ইতিমধ্যে জানিয়েছি। কম্বল ছাড়া টাকা ও টিন দেওয়া হয়, তবে সেটা এখন জেলা প্রশাসন থেকে দেওয়া হয়। নগদ অর্থ এবং কম্বল ছাড়া অন্য কোনো সাহায্যের ব্যবস্থা নাই। তাছাড়া আজ কালকের মধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে তাদের টিন এবং অর্থ সাহায্য দেওয়া হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply