
বৃষ্টি আল্লাহ্র এক বিশেষ নিয়ামত। বৃষ্টিকে নিয়ে অনেক কবি সাহিত্যিকগন সৃষ্টি করেছেন অসংখ্য প্রেমের কবিতা।
আর তপ্ত মরুর বুকে যদি নামে এই বৃষ্টি? তখন কি সৃষ্টি হতে পারে তা ভাবতেই মনটা ভাবুক হয়ে উঠে। গতকাল সৌদি আরবের মদিনা বাসিরা ঠিক এমনই অনুভব করেছে ।
গত শনিবার আকাশ কালো করে স্থানীয় সময় বিকেল ৫ টায় তুমুল বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা ।
মদিনা বাসিরা হঠাৎ প্রচণ্ড শিলাবৃষ্টিকে উপভোগ করেছেন ভিন্ন মাত্রায়। তারা দেখছেন মহান আল্লাহর রহমত হিসেবে। তারা অনেক আনন্দিত ছিলেন। মদিনা বসবাস রত বাঙালিদের মধ্যেও শিলাবৃষ্টি উন্মাদনা তৈরি করে। শিলাবৃষ্টি উপভোগের পাশাপাশি স্বাগত জানিয়েছেন বৃষ্টিকে। ১৫ মিনিটের বেশি সময় ধরে বৃষ্টির সাথে পড়তে থাকে শিলা।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply