মাহফুজুর রহমান, দিনাজপুর প্রতিনিধিঃ“জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) সকালে দিবসটি উৎযাপন উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। উক্ত আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ সেলিনা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ২নং বিনোদনগর ইউ পির চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, শালখুরিয়া ইউ পির চেয়ারম্যান মোঃ এনামুল হক, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাগণ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply