আজ খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরপর উপস্থিত সবাইকে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া দেখানো হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮টি অঞ্চলে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সম্পর্কে জনগণকে ধারণা দিতে ইভিএম মেলার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই পদ্ধতিতে একজনের ভোট অন্যজনের দেয়া সম্ভব নয়। কারণ আঙ্গুলের ছাপ বা স্মার্ট আইডি কার্ড যন্ত্রে পাঞ্চ করেই ভোটারের পরিচিতি শনাক্ত করা যায়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোট গ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়।
গত বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইভিএমের প্রচার এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য শনিবার দেশের আটটি অঞ্চলে ইভিএম প্রদর্শনী মেলা করা হবে। সেখানে নির্বাচন কমিশনার এবং ইসির কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/ আমিরুল ইসলাম
Leave a Reply