
ধামরাইয়ে নান্নার ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে।
নান্নার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর উদ্দোগে নান্নার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি,ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আডভোকেট সোহানা জেসমিন মোক্তা, ধামরাই উপজেলার আওয়ামীলীগ এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মালেক,ঢাকা জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল হোসন।
আর ও উপস্থিত ছিলেন যুবলীগ বিভিন্ন নেতা কর্মী, কৃষকলীগ, ছাত্রলীগ এর নেতা কর্মী। বিভিন্ন গ্রাম হতে মিছিল নিয়ে নেতা কর্মীরা উপস্থিত হন। ধাইরা গ্রাম হতে মোঃ মোশারফ হোসেন বিরাট মিছিল নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগ দেন। আওয়ামীলীগের সমর্থকসহ বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহন করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply