
নওগাঁর রাণীনগরের বেতগাড়ী গ্রাম থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ ওই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাসার মুঠোফোনে জানান, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র নেতৃত্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নওগাঁ সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে রাণীনগর উপজেলার বেতগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করেন।
এসময় আব্দুল আরিফের বাড়ী তল্লাশী করে প্রায় ২৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে বিজিবি অধিনায়ক জানিয়েছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply