
বিক্রির উদ্দ্যেশে নিয়ে আসা জাল দিয়ে ধরা নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলষ্টেশন থেকে আটক প্রায় ৪০টি চ্যাগা পাখি অবমুক্ত করলো উপজেলা প্রশাসন।মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্তরে আটক এ পাখিগুলো ইউএনও সাকিব আল রাব্বি উপস্থিত থেকে মুক্ত আকাশে ছেড়ে
দেন।পাখি শিকারীরা জাল দিয়ে ধরা মঙ্গলবার সকালে রাজশাহীগামী উত্তরা ট্রেনযোগে আত্রাই থেকে মাধনগর রেলষ্টেশনে বস্তায় ভরা পাখিগুলো নামিয়ে বিক্রির প্রস্ততিকালে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বি খবর পেয়ে পাখিগুলো আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়।এ সময় পাখি শিকারীরা পালিয়ে যায়। সেচ্ছাসেবক সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান,মঙ্গলবার রাজশাহীগামী উত্তরা
ট্রেনযোগে নিয়ে আসা উপজেলার মাধনগর রেলষ্টেশনে বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে অনেক পাখি এনেছে।এখবর পেয়ে আমার সংগঠনের সদস্যরা মিলে বস্তায় ভরা পাখিগুলো আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।পরে ইউএনও সাকিব আল রাব্বি পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন।ফজলে রাব্বি আরোও জানান,এর আগে হালতি বিল থেকে পাখি শিকার করা দেড় হাজার মিটার জাল আটক করে থানা পুলিশ দিয়ে ধ্বংশ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply