
নাটোরের গুরুদাসপুরে নৈশকোচ-কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজাদুল ইসলাম আজাদ (৩৮) নামে নৈশ কোচ চালক নিহত হয়েছে।
এসময় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আজাদুল ইসলাম নৈশ কোচ শ্যামলী পরিবহনের চালক।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মহিউদ্দিন জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচ শ্যামলী পরিবহন যাত্রি নিয়ে কুষ্টিয়ার মেহেরপুরে যাচ্ছিল।
আজ সোমবার ভোর ৬টার দিকে গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় যশোর বেনাপোল থেকে ঢাকাগামী কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নৈশ কোচের সামনে দুমড়ে-মুচড়ে যায়।
এতে শ্যামলী পরিবহনের চালক আজাদুল ইসলাম আজাদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply