
নাটোর সদরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ঘটিকায় নাটোর সদরের হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর সদর থানার এস আই মোঃ রুবেল হোসেন, আরো বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের কমিটি ও ০৭নং হালসা ইউনিয়নের সদস্য মোঃ লোকমান হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা, বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি।
পরে বক্তব্যতে এস আই রুবেল বলেন, আমাদের সন্তানদের সবচেয়ে বেশি প্রভাবিত করে বন্ধু, স্কুলের পরিবেশ ও পরিবার। শিশুর ব্যক্তিত্ব তৈরি করে দেন তার স্কুলের শিক্ষকরা। একটি শিশু স্কুল বা কোচিংয়ে যাওয়ার কথা বলে কোথায় যাচ্ছে তা পুলিশের জানার কথা নয়। সে খোঁজ রাখার দায়িত্ব বাবা-মায়ের।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply