
নাটোর সদরের হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রামের চার বছরের শিশু কন্যাকে ধর্ষনের মামলার মুল আসামী সজিব হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে আকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব হোসেন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ এর এএসপি আজমল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল। এ সময় সুলতানপুর মোড়ের একটি দোকানে দাঁড়িয়ে থাকা সজিব হোসেন র্যাবকে দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তার পিছু নিয়ে সুলতানপুর মোড় থেকেই তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সজিব হোসেনকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য,গত ২৭ এপ্রিল নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের চার বছরের শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন শিশুটিকে ডেকে নিয়ে যায় বাড়ীর পাশের ভুট্টার জমিতে।
দীর্ঘক্ষণ শিশুটি ফিরে না আসায় অন্য শিশুরা তার অভিভাবককে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন শিশুটির খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ভর্তি করা হয়।
ঘটনার পরদিন ২৮ এপ্রিল শনিবার শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত সজিব হোসেনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সজিব হোসেন পলাতক ছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply