
“উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী স্টেডিয়াম মাঠে আয়োজিত মেলাস্থলে এসে শেষ হয়। সেখানে সারে ১০টায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পরিশংখ্যান বিভাগের সচিব সৈলেন্দ্র কুমার, ।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনসমূহ প্রচারের লক্ষ্যে জেলা প্রশাসন জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় থাকছে প্রামান্য চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, পোষ্টার অঙ্কন, রচনা প্রতিযোগিতা,উন্নয়ন র্কাক্রম নিয়ে প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply