
নাটোর সদর উপজেলার হালসা বাজার আজ মঙ্গলবার সকাল ১১ টায় অভিযান চালিয়ে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে প্রায় ২০শতাংশ সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করেন সরকারি কমিশনার ভূমি অফিস। এতে প্রায় ১কোটি টাকার সম্পদ বেদখলকারিদের হাত থেকে রক্ষা করা হলো।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে উপজেলার ঐতিহ্যবাহী হালসা বাজারে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শামীম ভূইয়া ।
অভিযান চলাকালিন সময় উপস্থিত থেকে তদারকি করেন মোছাঃ নাছিমা আক্তার সহকারি কর্মকর্তা ভারপ্রাপ্ত ভূমি অফিস হালসা। এসময় আনছার গ্রামপুলিশসহ স্থানীয় প্রশাসন উপস্থিত ছিলো।
উচ্ছেদ অভিযাযানের সংবাদ নোটিশ ও মৌখিক ভাবে বার বার দেওয়া হলেও দখলকারিরা নিজেদের দোকান ঘর ভেঙ্গে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় মর্মে নির্বাহী কর্মকর্তা জানান। এ্যাসকোভেটার দ্বারা প্রায় ২৫টি দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এদিকে দীর্ঘ দিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সরকারি হাটের জায়গা দখল করে রেখেছিল বলে এলাকাবাসী জানান। তারা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানায়।
০৭নং হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম জানান, এটি ঐতিহ্যবাহী একটি হাট ছিল। মানুষ প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে ক্রয় বিক্রয় করত কিন্তু দখল করে দোকান ঘর গড়ে তুলায় হাট পজিশন নষ্ট হয়ে যায়।সরকারের জমি দখলদারদের হাত থেকে উদ্ধারে হাট কমিটি ওএলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরুণ হলো।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply