
কয়েকদিনের বৃষ্টিতে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও অাশেপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।এতে করে বিদ্যালয়ের মাঠ ও বিদ্যালয় সংলগ্ন রাস্তা সম্পূর্ণ তলিয়ে গেছে ফলে গাড়ি চলাচলসহ এলাকাবাসীর যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
বিদ্যালয়ের ছাত্ররা ঠিকমতো উপস্থিত হচ্ছে না ফলে পাঠদান কর্মসূচিতে সমস্যা হচ্ছে।গত পরিক্ষার মধ্যে শিক্ষার্থীরা দুর্ভোগ সহ্য করে পরিক্ষায় অংশ নেয়।বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পানি থাকায় পরিবহন চালকরা শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভারা অাদায় করছে।বৃষ্টির পানিতে অাশেপাশের ময়লা অাবর্জনা বিদ্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নষ্ট করছে।
এদিকে পচা পানির কারণে অনেক শিক্ষার্থীর পায়ে রোগ দেখা দিয়েছে।রাস্তায় এক হাঁটু পঁচা পানি থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অাসতে অনাগ্রহ প্রকাশ করছে যার ফলে পাঠদান কর্মসূচি ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য যে,২০১৫ জেলা প্রশাসক ও মেয়র মহদয়ের কাছে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দরখাস্ত দেওয়া হলে রাস্তা ও ড্রেনের কিছু কাজ করা হয় কিন্ত তা কোনো কাজেই অাসেনি।জলাবদ্ধতার প্রতিবাদে ছাত্ররা সড়ক অবরোধ করে অান্দোলন করলে এই জলাবদ্ধতা সমাধানের জন্য পৌরসভা কর্তৃক টেন্ডার দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। এতে করে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে প্রায় ২০০০ শিক্ষার্থী রয়েছে।প্রতিটি পাবলিক পরিক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরই সুন্দর ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখছে।তাই এই ঐতিহ্যবাহি বিদ্যালয়ের কথা বিবেচনা করে উক্ত জলাবদ্ধতা সমস্যা সমাধান করার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নাটোর জেলা প্রশাসন ও পৌরসভার কাছে অাবেদন জানাই।অাশা করি এই সমস্যা সমাধানে তারা অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নিবেন।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম// নাটোর প্রতিনিধি
Leave a Reply